এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
গ্রামীন জনপদের খেটে খাওয়া মানুষ সপ্তাহের হাট-বাজার করেন সপ্তাহিক শতবর্ষী ঐতিহ্যবা
হী নিমদিঘী হাটে। পূর্ব পুরুষের ঐতিহ্য এখনও ধরে রেখেছে প্রত্যেক পরিবারের কর্তারা। এমন কথাগুলো বলছিলাম নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষদের ।
এর মধ্যে নিমদিঘি বাজারের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী হাট দখলের অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত মৌসুমি ব্যসায়ী, পথচরী ও ক্রেতারা।
সপ্তাহের মঙ্গলবার এ হাট বসে, এখানে আশেপাশের প্রায় ১০ থেকে ১২ গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে আসেন এবং এখান থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন ওই এলাকার বাসিন্দারা।
এলাকাবাসী সুত্রে জানাযায় নিমদীঘি হাটের সরকারি জামির পরিমান ১একরের বেশি। তারা আরও বলেন, হাটের ঐতিহ্য ও দখল মুক্ত করতে ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার আমলে কিছু প্রভাবশালী মহল দলীয় প্রভাব খাটিয়ে হাটের একাংশ দখল করে রেখেছেন। এতে হাটের রাস্তার দুইপাশে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ক্রেতা-বিক্রেতারা পড়ছেন চরম ভোগান্তিতে।
এলাকাবাসীর দাবি, নিমদিঘি হাট বহুদিন ধরে একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত। সরকারি নিয়ম অনুযায়ী বাজার পরিচালিত হলেও দখলদারিত্বের কারণে হাট এখন বিলুপ্তির পথে।
এদিকে হাটের ইজারাদার বলেন, হাটের জমি দখল হয়ে যাওয়ার হাটের ইজারার টাকা তুলতে আমাকে হিমসিম খেতে হচ্ছে। শতবর্ষী এই হাটের ঐতিহ্য ধরে রাখতে দ্রুত হাটের জমি দখল মুক্ত করতে সরকারের কাছে জোর দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, হাট দখলের অভিযোগ আমি পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।