
প্রেস বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে আমাদের প্রিয় মানুষ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত কুমার হাওলাদার খোকন মৃত্যুবরণ করেছেন। তিনি মিরুখালী স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এবং সারাজীবন সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন
“আমার একজন প্রিয় বন্ধুকে হারিয়ে আমি অত্যন্ত ব্যথিত। তার এই অকাল প্রয়াণে সৃষ্ট শূন্যতা কোনোদিন পূর্ণ হবে না। এত দ্রুত তাকে হারিয়ে ফেলতে হবে, তা অকল্পনীয়। দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা সবাই তার রেখে যাওয়া পরিবারের জন্য দোয়া ও শুভকামনা করবেন।”প্রশান্ত কুমার হাওলাদার খোকন ছিলেন সাধারণ মানুষের দুঃসময়ের বন্ধু, সংস্কৃতিপ্রেমী, সমাজসেবক ও রাজনীতিক। তিনি পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ইউনিয়নের ডেমরা থানার সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। জীবনের প্রতিটি ধাপে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।তার মৃত্যুতে শুধু পরিবার নয়, সমগ্র সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক অঙ্গন শোকাহত হয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম আজ একজন প্রিয় মানুষকে হারালো।