
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
দেশের শীর্ষ স্থানীয় চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ১যুগ পূর্তি উৎসব ও টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স-২০২৫ ঢাকা হোটেল সোনারগাঁও এ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কোম্পানির এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ডাইরেক্টর শেখ মোহাম্মদ ডানিয়েল, ডাইরেক্টর ফাওজিয়া খানম তানিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুইরেন্স বিভাগের শিক্ষক, ইনডিপেনডেন্ট ডাইরেক্টর জাফর ইকবাল ও পি,কে চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে তিন হাজার অ্যাচিভার্স, জিএম,ইউ এম, এফএ সহ অসংখ্য কর্মকতা,সাংবাদিক উপস্থিত ছিলেন।