
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় পূজা মন্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, রাতে লোহাগাড়া উপজেলা পদুয়া বাসুদেব ও গুপ্তবাড়ি সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি বলেন ধর্মীয় উৎসবকে ঘিরে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নির্ঘুম রাত কাটাচ্ছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে।
শারদীয় দুর্গোৎসব চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
এসময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দে ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।