প্রেস বিজ্ঞপ্তি
খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত। সুপরিচিত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আজ সকাল ১১টায় শিশু শিল্পী প্রত্যয়ের অষ্টম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।
প্রত্যয় জন্মদিন উপলক্ষে মা-বাবার কাছে দাবি করে খুলনা আর্ট একাডেমিতেই কেক কাটতে চায়। সে তার বাবা ও বড় ভাইকে সঙ্গে নিয়ে একাডেমিতে প্রবেশ করে। চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফোন দিয়ে প্রত্যয় জানায়, “স্যার, আজ আমার জন্মদিন। আমি কেক নিয়ে আসছি, কাউকে ছুটি দেবেন না।”
প্রত্যয়ের কেক কাটা অনুষ্ঠান একাডেমির শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করে। খুলনার প্রাণকেন্দ্রে শিল্পচর্চার পরিবেশে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানকে শিশুরা রঙিন করে তোলে।
প্রত্যয়ের মা বলেন, “ছেলের ইচ্ছে ছিল খুলনা আর্ট একাডেমিতেই জন্মদিন পালন করার। সহপাঠীদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করতে পেরে সে ভীষণ খুশি।”
কেক কাটা শেষে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রত্যয়কে কোলে নিয়ে খাতা-পেন্সিল উপহার দেন এবং আশীর্বাদ করেন। এ সময় সহকারী পরিচালক শিলা বিশ্বাসও উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন।
প্রত্যয় তার অনুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত।” অন্যান্য শিক্ষার্থীরাও জানায়, জন্মদিনের অনুষ্ঠানটি তাদের কাছে বিশেষ আনন্দদায়ক হয়েছে।
সমাপনী বক্তব্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “প্রত্যয় বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন। সে যেন শিল্প-সংস্কৃতির এই স্পর্শে বড় হয়ে দেশের কল্যাণে যুক্ত থাকতে পারে।”
উপস্থিত সকলের হাতে কেক ও চকলেট বিতরণের মাধ্যমে জন্মদিনের আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।