
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে শুভাগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) এর সুযোগ্য নাতি (আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর ছেলে) মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী, এছাড়াও শুভাগমন করবেন বিখ্যাত গীতিকার, সুরকার,লেখক ও কবি মোজাহিদুল ইসলাম বুলবল।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবারে উক্ত অনুষ্ঠানটি পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি জনাব হুমায়ুন কবির।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিশিষ্ট আলেমেদ্বীন,ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন সাহেব।
এছাড়াও উপস্থিত থাকবেন সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আবু হুরায়রা সাদ মাস্টার সহ আরও অনেকে।