মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন কিল্লার আন্দর ব্লাড ব্যাংক,'র কর্মশালা সম্পন্ন হয়েছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের রিকুয়েষ্ট আসলে ম্যানেজ করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ২৭ সেপ্টেম্বর শনিবার লোহাগড়া উপজেলা কনফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সেইসাথে কর্মশালায় অংশগ্রহণকারী সকলের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর সম্মানিত উপদেষ্টা মনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি জনাব কুতুবউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব রাকিবুল হাসান। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের পরিচালক সাংবাদিক মিনহাজ উদ্দীন এবং গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ফ্রিল্যান্সার আরাফাত হোসাইন। ব্লাড গ্রুপ নির্ণয় এর জন্য প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস জনাব মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে অসংখ্য সংগঠনের স্বেচ্ছাসেবক ও শুভাকাংখী কর্মশালায় উপস্থিত ছিলেন।