
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসব সেবা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন মা স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারির) মাধ্যমে সুস্থ নবজাতকের জন্ম দিয়েছেন। ০২ জন বাবুকে ছাড়পত্র প্রদান করা হয়। উল্লেখিত সব প্রসব স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সকলেই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা গর্ভবতী মায়েদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানাব- লোহাগাড়া উপজেলার গর্ভবতী মা দের নবজাতক ও মাতৃ ঝুঁকি কমাতে নিরাপদ ডেলিভারি নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব কালীন সেবা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য যে, গর্ভবতী মা দের স্বাস্থ্য কমপ্লেক্স এ ডেলিভারিতে উৎসাহিত করতে ছুটির সময় ১ মাসের প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়।