রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।
ব্রিফিংকালে তিনি উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজা বাঙালি সমাজের অন্যতম প্রধান উৎসব।এ উৎসবকে ঘিরে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীি বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে।
এ সময় ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ও জেলা আনসার কমান্ডার মোঃ মাজহারুল ইসলাম ভুইয়া ভিপিএম ও উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও আনাসার ভিডিপি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ও আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়াও আরও বলেন প্রতিটি পূজা মন্ডপে সতর্ক ভাবে ও দায়িত্ব পালন করতে আহ্বান জানান।