
মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ডিমলা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যেই উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ইউনিয়নওয়ারী মনিটরিং টিম এবং উপজেলা পর্যায়ে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, দুর্গোৎসব চলাকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণসহ জরুরি সেবাগুলো নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে কন্ট্রোল রুম থেকে নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হচ্ছে।
জনসাধারণকে উৎসবকালীন সময়ে যেকোন প্রয়োজনে দ্রুত যোগাযোগের সুবিধার্থে নিম্নোক্ত হেল্পলাইন নম্বরগুলো প্রকাশ করা হয়েছে
উপজেলা প্রশাসন কন্ট্রোল রুম, ডিমলা: ০১৭৪৭১৭৫১৬৭
সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী নির্বাহী অফিসার, ডিমলা: ০১৩৩২৫২৫১০০
ডিউটি অফিসার, ডিমলা থানা: ০১৩২০১১৩৫৫১১
অফিসার ইনচার্জ, ডিমলা থানা: ০১৩২০১৩৫৫০৬
সেনাবাহিনী ক্যাম্প, নীলফামারী সদর: ০১৯২৩২৫১৯৯৬
পল্লী বিদ্যুৎ সমিতি, ডিমলা: ০১৭১৪১০৫৮৬৬
নেসকো, ডিমলা: ০১৭৪১৫৬৫৫৩৭
মেডিকেল টিম, ডিমলা: ০১৭৬৬৯২৮৪৯৪
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিমলা: ০১৭৮৯৮৮৬০৩০
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, ডিমলা: ০১৭৪৬৮৯৭৫৮০
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট (আহ্বায়ক), ডিমলা: ০১৭৯৫৪০৬১৪৩
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট (সদস্য সচিব), ডিমলা: ০১৭৯৫৪০৬১৪৩
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবার আন্তরিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় এবং সম্প্রীতির পরিবেশে উদযাপন সম্ভব হবে।