
খুলনা অফিস:
বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এতে সভাপতিত্ব করেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী, গবেষক বাহালুল আলম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এস কে তাছাদুজ্জামান, শাকিরুন তাহা, জান্নাতুন নাঈম, এস এম রূহান, শেখ শাহ জালাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মৎস্য, কৃষি, পরিবেশ, প্রকৃতি, সংস্কৃতি, জীবিকার প্রতিটি ক্ষেত্রে নদীর ভূমিকা অনস্বীকার্য। সুতরাং আমাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আমাদেরকে নদী রক্ষা করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, দখল ও দূষণমুক্ত রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা বলেন নদী সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোন কার্যকর গবেষণা নেই। খুলনায় এমনকি সারা বাংলাদেশে কতগুলো নদী আছে, কী অবস্থায় আছে কোন দপ্তরই তা সঠিকভাবে বলতে পারেনা। সরকারের অবহেলা ও অযত্নের কারণে নদীগুলো মরতে বসেছে। নদী না বাঁচলে আমরা কেউই বাঁচব না। আন্তঃ সীমান্ত নদীগুলো নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন নদীর উপর নির্ভরশীল হওয়ায় দেশের সামগ্রীক উন্নয়নের স্বার্থে নদী গবেষণা জোরদার করা প্রয়োজন। বক্তারা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন।