
খুলনা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালের হুড়কা গ্রামের সামাজিক সমস্যার সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে নবীন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে হুড়কা গ্রামে গত শনিবার ২৭ সেপ্টেম্বর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে আয়োজিত এই বৈঠকে গ্রামের সর্বস্তরের নবীন সদস্যরা উপস্থিত হয়ে নানা প্রকার জটিল সমস্যা ও তার সম্ভাব্য নিরসন পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম ঠাকুর, প্রাক্তন উপজেলা কো-অর্ডিনেটর (রূপান্তর)। এছাড়াও আশপাশের কয়েকজন সমমনস্ক তরুণ বৈঠকে যোগ দিয়ে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।আলোচনায় মূলত দুটি জরুরি বিষয়কে কেন্দ্র করে গভীর পর্যালোচনা হয়—প্রথমত, দীর্ঘদিনের জলের সংকট, এবং দ্বিতীয়ত, খাল অবমুক্তকরণ ও সংস্কারের প্রয়োজনীয়তা। অংশগ্রহণকারীরা মত দেন যে, খালসমূহ অবমুক্ত হলে গ্রামের জলাবদ্ধতা নিরসন হবে এবং পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রাথমিক পর্যায়ে জলসংকট সমাধানের লক্ষ্যে শীঘ্রই একটি গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মতামত ও সমর্থন সংগৃহীত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি উপস্থাপন করা হবে। পাশাপাশি কার্যক্রমকে ভবিষ্যতে আরও বেগবান করতে একটি সাংগঠনিক গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও গৃহীত হয়।সভায় প্রজ্ঞয় মন্ডল মত প্রকাশ করেন যে, নবীনদের অগ্রণী ভূমিকা এবং প্রবীণদের অভিজ্ঞতা একত্রে সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার হতে পারে। ড্যানিয়েল অধিকারি উল্লেখ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ গ্রামীণ উন্নয়ন ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন তীর্থ সলিল ঠাকুর। তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজকের এ উদ্যোগ কেবল একটি বৈঠক নয়, বরং পরিবর্তনের পথে একটি সাহসী পদক্ষেপ। আসুন আমরা সবাই একসাথে কাজ করে গ্রামকে নতুনভাবে গড়ে তুলি।”