
আন্তর্জাতিক ডেস্ক:
সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরের প্রয়াত কৃতি ফুটবলারদের স্মরণে জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউ-কের উদ্যোগ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর পু্র্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে কবি আব্দুল মুক্তার মুকিতের সভাপতিত্বে ও মির্জা জুয়েল আমিনের পরিচালায় শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন আশি দশকের জনপ্রিয় ফুটবলার জুবায়ের আহমদ হামজা।
প্রধান অতিথি বক্তব্য দেন- ত্রুয় ডনের মেয়র মোঃ ইসলাম আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার মোঃ আহবাব হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন- আবু বক্কর, আব্দুল কাইয়ুম পঙ্কি তালুকদার, ফখর উদ্দিন চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, শামীম আহমদ তালুকদার, আঙ্গুর আলী, চন্দন মিয়া, সৈয়দ আশফাক আহমদ. বাবুল আহমদ, শামসুল ইসলাম শামীম, জান্নাতুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম, মমিনুল ইসলাম, দবীর আহমদ, সুমন চৌধুরী, আব্দুল কাদির, আব্দুস সাত্তার, মুরাদ আহমদ, ছালিম হোসেন, শামীম আহমদ, কবির মিয়া, মোঃ এমদাদ, লিমন জামাল, আবু শহীদ ভুলন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ওয়াহিদ সিরাজী।
আহবায়ক মোঃ জুবায়ের আহমদ হামজা, সদস্য সচিব মোঃ আতাউর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মির্জা জুয়েল আমিন, মল্লিক খালিক, জিরা মিয়া, শামীম আহমদ তালুকদার, আঙ্গুর আলী, সৈয়দ দববীর আহমদ, মল্লিক হোসেন আহমদ হাসানু, আনোয়ার হোসেন, আমির হোসেন, আজহারুল হক শিশু, আবু বক্কর, আব্দুল কাদির, সৈয়দ আশ্ফাক আহমদ, জান্নাতুল ইসলাম বাবুল, জামাল হোসেন, দবির আহমদ, সুমন চৌধুরী, মামুনুর রশিদ ভূঁইয়া, আতাউর রহমান, মির্জা আবুল কাশেম কামরান, দুলদুল বারী, মুহিত মনির, জালাল আহমদ, সোহেল ভূঁইয়া, সিদ্দিক আহমদ, মুরাদ আহমদ, আবু খালেদ, আনসার উদ্দিন, ফয়জুল হক জুয়েল, মির্জা তারেক আহমদ অপু, সেলিম আহমদ তালুকদার, ফরিদ আহমদ, দিলোয়ার হোসেন দুলা ভুঁইয়া, জুয়েব আহমদ, সম্মানিত সদস্যবৃন্দ।
শেষে সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি পূর্ণ গঠন করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউ কের নতুন কমিটি গঠন করা হয়।