
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে বহুল আলোচিত মাওঃ মামুনুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মসলিসের কিশোরগঞ্জ-১ (হোসেনপুরে-কিশোরগঞ্জ সদর) আসনের মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় খেলাফতে মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল্লাহ হাদী নেতাকর্মীদের নিয়ে মোটর সাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করে উপজেলার নতুন বাজারে শাখা অফিস উদ্বোধন করেন। পরে একটি মিছিল নিয়ে উপজেলা সদরে জামিয়াতুল হায়দার ফারুকী মাদ্রাসায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুরে উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাওঃ আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মনোনীত এমপি প্রার্থী প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম রুহানী। বক্তারা ইসলামী দলগুলোর ঐক্যজোটে শরিক হয়ে নির্বাচনে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে রিকসা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। আলোচনা শেষে জামিয়াতুল হায়দার ফারুকী মাদ্রাসা সংলগ্ন খেলাফত মজলিস উপজেলা শাখার অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা মেজবাউল হক, আঃ হামিদ শাজাহান, সৌরভ খান কাসেমী, রেজাউল আলম রিয়াজ, ইসহাক, মেজবাউল হক, রিয়াদ, নেছার উদ্দিন সহ পৌরসভা ও সিদলা, গোবিন্দপুর, জিনারী, আড়াইবাড়িয়া, পুমদী ও সাহেদল ইউনিয়নের খেলাফত মজলিসের নেতাকর্মীবৃন্দ।