
সুদীপ্ত মিস্ত্রী, স্টাফ রিপোর্টারঃ
ASP সহকারী সুপারিনটেনডেন্ট (Assistant Superintendent of Police)
পদের র্যাংক ব্যাজ পরিধান করলেন খুলনার কৃতি সন্তান এম এম মিজানুর রহমান। ২৮ এ সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ পুলিশের আইকন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল নিজ হাতে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পদোন্নতিপ্রাপ্তদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা দেন। তিনি তাঁদের কর্মজীবনে সাফল্য কামনা করেন।
পিবিআই ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব সুজায়েত বলেন, পুলিশে র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সহধর্মিণীদের উপস্থিত থাকার প্রথা চালু করেছেন পিবিআইপ্রধান। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাসহ তাঁদের সহধর্মিণীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে পিবিআইপ্রধান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতিপ্রাপ্তরা নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদায়ীত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এম এম মিজানুর রহমান খুলনা সদর থানা,হরিনটানা থানা,পিবিআই,ডিবি,ট্যুরিষ্ট পুলিশ সহ প্রশাসনিক সকল সেক্টরে নিষ্ঠার সহিত কাজ করে এসেছেন।
সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন,বিগত দিনে চাকরী জীবনে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে এসেছি। যার ফলশ্রুতিতে মহান আল্লাহতালা আজ আমাকে এখানে এনেছেন। নতুনভাবে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার আশা ব্যাক্ত রাখেন ও তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।