রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন গঙ্গা–পদ্মার ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ হাওরাঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট চান আনিসুল হক ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি, আটাব, বায়রা ও হাবের মানসিক চাপদাতা: জীবন্ত লাশ বানানোর ভয়ঙ্কর হত্যাকারী সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা- এডভোকেট ইয়াসীন খান সিডর আঘাতের ১৮ বছর, ভেড়িবাঁধের অভাবে আজও দুর্ভোগে, ১৮ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধের দাবি

খেলিছো বিশ্ব লয়ে!

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিশ্বের মুরব্বি হচ্ছেন আমেরিকা! সে দেশের প্রেসিডেন্ট একজন মানবতা মনুষ্যত্ব পূর্ণ rationality যথাযথ রেশিও অনুসারে থাকলে সারা বিশ্বে শান্তির ঝর্না প্রবাহিত হবে! একটা পরিবারে বাবা বা বড়ভাই যদি বিবেচক হন, তাকওয়া পূর্ণ জীবনের অধিকারী হন, সে পরিবার সুখের নহর বয়ে যাবে! কিন্তু সব বড় ভাইরা শুভঙ্করের ফাঁকি ভালো বোঝেন! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে আমরা একজন Big Brother ভাবি। তিনি যদি আমরা পারিবারিক ভাবে স্বার্থান্বেষী যে সব ভাইদের দৈনন্দিন সম্মুখীন হই তেমন ধোঁকাবাজ হোন তা হলে বিশ্বে অশান্তি বিরাজ করবে সেটাই স্বাভাবিক!

প্রিয় পাঠক, বিশ্বের আশা-আকাঙ্ক্ষার বটবৃক্ষ “ডোনাল্ড ট্রাম্প স্যার” শত ধোঁকা দিয়েছেন বিশ্বকে! ইউক্রেনের সমাধান না করে তার ভু খনিজ সম্পদ লিখে নিয়েছেন! বাংলাদেশ তথৈবচ —
তার ক্ষুদ্র একটা সম্প্রতি অতি গরজি উক্তি আপনাদের সামনে তুলে ধরবো! তিনি বলেছেন, “ইসরায়েল কে কোন মতে ফিলিস্তিনের ” পশ্চিম তীর” দখল করতে দিবো না! আপাতত আহাম্মকদের মনে হবে এমন মুসলিম দরদী আর নাই! আপনারা মানচিত্র টা লক্ষ্য করুন, ফিলিস্তিন দু’টো অংশ, গাজা ও পশ্চিম তীর। তিনি গাঁজা দখল করে নিয়েছেন তার পালক পুত্র ইসরায়েল কে দিয়ে, তার বিলাসী আকাঙ্খা গাজাকে পর্যটন কেন্দ্র করবেন! সে জন্য ফিলিস্তিনের মানুষের সামান্য ক্ষতি সহ্য করতে হবে। যেমন মোট গাঁজার লোক সংখ্যা প্রায় ২১ লক্ষ তার মধ্যে ৬৬ হাজার হত্যা করা হয়েছে এই দু’বছরে! ৭০% ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে! গাঁজায় দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে, মানুষ না খেয়ে মরছে! বিশ্ব মানবতা ত্রান পাঠালে ১৩ বার সেই ত্রাণ বাহী জাহাজে যুদ্ধ বিমানে বোমা ফেলে ডুবিয়ে দিয়েছে!
কেন ট্রাম্প স্যারের হঠাৎ শুভঙ্করের ফাঁকি মার্কা মাছের মার পুত্রশোক! তার আসল কারন ইউরোপীয় ও ল্যাতিন আমেরিকার দেশগুলো ত্রান জাহাজের সাথে যুদ্ধ জাহাজ পাঠিয়ে হুশিয়ার করেছেন, “ত্রাণ জাহাজ আক্রান্ত হলে nothing would go without challenge!” এবং ইউরোপের মার্কিন মিত্ররা ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে স্বীকৃতি দেয়া শুরু করেছে একের পর এক!

ট্রাম্প স্যারদের এমন শুভঙ্করের ফাঁকি আমরা বুঝলেও এদেশের শিক্ষিত মুর্খরা বলছে, “আর কত করবেন আমাদের দেবতা ট্রাম স্যার?!”
বাংলাদেশ দখলে নিয়েছেন সেনা ঘাটি করতে এবং গাঁজার মত মহেশখালী, কুতুব দিয়া, সেন্ট মার্টিন প্রমোদ ঘাটি করতে সুবিধা হবে! সেন্ট মার্টিন থেকে আরকান মাত্র ১৪ কিলোমিটার, মিয়ানমার বাংলাদেশের তিনগুণ দেশ, জান্তা সরকার পতন হবে এবং সেটাও মার্কিন পদানত হবে বাংলাদেশের মত! তার অর্থ বাংলাদেশ, আরকান রাখাইন (আলাদা দেশ), মিয়ানমার, বিশাল এলাকা পেলেন ট্রাম স্যার! এবার কে পাবেন “নোবেল পুরস্কার, ট্রাম্প স্যার নাকি বাংলাদেশের কেউ?”

এমন একটা শুভঙ্করের ফাঁকি ঘটছে ইরানের সাথে!
ইরান চীনের সহায়তায় অবশ্যই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে! এমন টা বুঝতে পেরেছেন ট্রাম্প স্যার ও তার সিআইএ, তখন বলেছেন, “আমরা ইরানের সাথে পরামানু অস্ত্র আলোচনা করতে প্রস্তুত!” কি বুঝলেন?
পাঠক, পরমাণু কাঁচামাল কিনতে হয় রাশিয়া থেকে বা কাজাকিস্তান থেকে, স্মর্তব্য, কাজাকিস্তান বিশ্বের মোট ইউরেনিয়ামের ৬০% উৎপাদন করে, পশ্চিমারা ০%, অনুমতি নিতে হয় পশ্চিমা পরমাণু সংস্থা থেকে? এমন কি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে ও তাদের অনুমতি লাগে! আপনার দেশের সব চেয়ে খারাপ শাসক “হাসিনা”, পরমাণু অস্ত্রে দেশ কে উন্নীত করতে “পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে” গেলেন! মোট তিন বার এসেছে পশ্চিমা পরমাণু অস্ত্র সংস্থা কাঁচামাল সরবরাহ অনুমতি দিবে কি দিবে না? প্রতিবারই তিনি সফলতার সাথে সনদ পেয়েছেন! বাংলাদেশের দেখাদেখি “সংযুক্ত আরব আমীরাত” পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে গেলো কোরিয়া যন্ত্রপাতি তে, বাংলাদেশ রাশিয়ার এক্সপার্ট ও যন্ত্রপাতি। আমি ইকোনোমিক্যাল ক্যালকুলেশন করে দেখেছি, একই খরচ, একই ক্যাপাসিটি!
এদেশের একটা রাজনৈতিক দল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রচুর আপত্তি তুলেছিলেন! কি মুর্খের মত বলেছেন তা আর টানলাম না!

আমার টাকা আছে, আমি পরামানু অস্ত্র বানাবো, F- 16 যুদ্ধ বিমান কিনবো, রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্হা S 400 কিনবো, কার বাপের কি?
কেন অনুমতি লাগবে? এই ছড়ি ঘুরানো বন্ধ হবে যদি “রাশিয়া চীন ভারত ইরান তুরস্ক” এখন যেমন সম্প্রতি এক জোট হলো, তেমন ৫৭ টা মুসলিম দেশ এগিয়ে আসে! আর কোন আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া কম্বোডিয়া ভিয়েতনাম বাংলাদেশ দখলে নেয়ার সাহস হবে না! মুস্কিল হচ্ছে, “মুসলমান মোমেন নাই, একটা জায়নামাজ বগলদাবা করে মসজিদে যাওয়া ছাড়া মনের সংস্করণ কুরআন ভিত্তিক না, দেশ কখন ভাববে? আমি, আমার স্ত্রী, আমার সন্তান নিয়ে, স্বর্ন দিয়ে টয়লেট তৈরি করে মল নিঃসরণে আমার আনন্দ! ইসলাম ছাড়া মুসলমান আমরা তাই আমেরিকা কে নিজ দেশে ডেকে আনি, একজন সরকার হঠায়ে ই নতুন Independence, Revolution, Democracy,
ভেবে ফেলি!” আমাদের জ্ঞান আই-কিউ এবং ইসলামি আকিদা আমল এতটুকু।

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। কুরআনের মুসলমান হোন! ভণ্ডামি ছাড়ুন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102