ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):প্রতিনিধি
গতকাল (২৯ সেপ্টেম্বর) রাতে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এনায়েতপুরের খামারগ্রামের ৮ টি দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ কমিটি ও উপস্থিত হিন্দুধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার মজলিসে শুরা সদস্য ও এনায়েতপুর থানা আমীর ডা. মো: সেলিম রেজা বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের চাওয়া আপনাদের ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ব্যবসায়ী নেতা ডা. মোফাজ্জল হোসেন বলেন, এনায়েতপুর থানায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর স্থানীয় সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন আরোও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া , স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, সাংগঠনিক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ ইদ্রিস আলম,শ্রমিক নেতা সোলায়মান হোসেন, ডেন্টিস্ট হাবিবুর রহমান আলাল,আল আমিন হোসেন প্রমুখ।