
বি.পি.শাকিলা জান্নাত
অজস্র প্রাচুর্য থাকতে তোমার
আমায় ফিরালে শূন্য হাতে
আমি এখানে অভুক্ত মরি
তুমি বসে তার উপরি।
তুমি হাসো উচ্চ হাস্য
আমি কেবল বিলাপ করি
তুমি থাক উচ্চাসনে
আমি কেবল দুঃখ ধরি।
তুমি থাকো রাজাসনে
অট্রালিকার তরে
আমি থাকি কুটির ঘরে
ভগ্ন নড়বড়ে।
তুমি ভাবো ভূলোক রাজা
আমি তুচ্ছ প্রজা,
তুমি থাকো রাজালয়ে
আমি ভোগ করি সাজা।
তোমার আছে অঢেল বিত্ত
আমি কেবল হতদরিদ্র
তুমি থাক ঊর্ধ্বলোকে
বিরূপ তোমার চরিত্র।
তুমি কর রাজ ভক্ষণ
আমি মরি অনাহারে
তুমি থাকো সুখের নিদ্রায়
দুঃখ আমার দুয়ারে কড়া নাড়ে।
তুমি চক্ষুশূল, তুমি বিষদাঁতা
তুমি অগ্নিশর্মা, তুমি বিত্তরতা
তুমি দাম্ভিক, তোমার তরে নালিশ
তুমি দুরাচার, তুমি হীন নীচ।
তুমি সিংহাসনের বাদশা
আমি পথভিখারী
তুমি রাজপ্রাসাদের শাসন
তুমি নির্দয়,তুমি অত্যাচারী।
অভুক্ত কে ফেরাও শূন্য হাতে
তুমি কেমন হেয় শাসক
এ দাম্ভিকতা চিরস্থায়ী নয়
তোমার তরে প্রজা গাহে বিদ্রোহী নাশক।
প্রভাব বিত্ত থাকতে তুমি
প্রজা নিস্ক্রিয় উদাসীন
রাজালয় হতে ফিরে শূন্য হাতে
কবে হবে দুঃখ বিলীন।
মন্দ যদি অন্যায় হয়
উদাসীনতাও পাপ
রাজাসন যদি মুখ ফেরায়
প্রজা দেয় প্রলয় ঝাপ।
মৃত্যু কি চেনে না
দেখে না ঘরের দ্বার
আমি অবহেলায় বঞ্চিত
অবজ্ঞায় তার।
আমার যদি মৃত্যু আসে
এমন অসাড় গায়ে,
তোমার কোন তিতিক্ষা হবে
আমার অগোচরে!
ভাসবে না কেহ দুখের নায়ে?
আমার লাশের আয়োজনে
তোমার প্রাসাদে নৃত্য চলে
করুণ আমার নিথর দেহ
ভিজে যায় অশ্রুজলে।
উৎসর্গ- ফিলিস্তিনের গাযাবাসী