এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। দ্বিজেন চন্দ্র কবিরাজ (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর হিন্দুপাড়া বারোয়ারী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
সংঘর্ষে আহতরা হলেন ওই এলাকার স্বপন হালদার (৫৫), সুপ্রজিৎ (২৫), শয়ন (৪০), অর্জুন হাওলাদার (৩৬) অন্তরা (২২)।
মামলায়
এজাহার সূত্রে জানা গেছে, মন্দিরের জায়গা নিয়ে পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এজাহারভুক্ত আসামি কনক, অমৃত ও দ্বিজেন চন্দ্র কবিরাজ মন্দিরে মাতাল অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে পূজা বন্ধ করতে বলে। এতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্হানীয়রা নিয়ে মিমাংসা করে দেন। এতে পূজার কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি।
রাত ৯ টার দিকে আরতির অনুষ্ঠান শুরু হয়। পূজার কার্যক্রম সম্পন্ন হলে ভক্তরা মন্দির ত্যাগের সময় আসামীগণ এসে মাইকের বক্স বন্ধ করতে নিষেধ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে মামলার প্রধান আসামি কনকের হাতে থাকা ধারালো খুর দিয়ে স্বপন হালদারকে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে মামলার অন্য আসামি অমৃতও তাদের ধারালো খুর দিয়ে আঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্হানীয়রা এগিয়ে আসলে আসামীরা তাদের হত্যার হুমকি প্রদান করে পালিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মন্দিরে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে দ্বিজেন চন্দ্র কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মন্দিরের কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় পূজার কার্যক্রম চলমান রয়েছে।