এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলির বাসা সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ হোসেন টিটু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা বেগম বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ৩১ দফার ভিত্তিতে দেশ পূর্ণগঠন করা হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।