
মোঃ আল আমিন, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম পূনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন তিনি।
গতকাল ২৯ সেপ্টেম্বর সোমবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া ও মালা পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় আলমকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ৬ ইউনিয়ন বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ট্রাক মালিক সমিতি ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শুভেচছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ছালাহ উদ্দিন নান্টু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম), ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, পৌর স্বেচ্ছাসেক দলের আহবায়ক মো. হারুন আল রশীদ ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।