
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমায় দেখলে আমার অন্তরীক্ষে হৃৎস্পন্দন যায় বেড়ে
নিও যাও তুমি দূরে, অভাগার মনটাকে কেড়ে!
জীবন সেতারের ছেঁড়া তারে লাগে নিমিষে জোড়া
জীবন যাত্রার চলন্ত ট্রেনটা তোমা পেয়ে হয় খোঁড়া!
ইচ্ছে হয় যম কে দেই রুখে, অজস্র মৃত্যু লুফে নেই মহা সুখে
অন্তর অঞ্জলি হতে ম-ম, মুছে দেই একাকিত্বে জ্বলেছি যত দুঃখে!
আমার প্রণয় নিবেদন, যত করো গ্রহন, হই আমি সতত ঋণী
আমি অধম আজীবন প্রেম পিয়াসী, তৃষ্ণায় মরেছি, তুমি বিলিয়ে প্রেম ধনী!
ওগো সখি, প্রিয় আমার, জড়িয়ে ধরো মোরে ক্ষণকাল
তোমার পুব আকাশে উদিত অংশুমালী, আমার-তো জীবন বৈকাল!
জীবনসায়াহ্নে মুগ্ধ নয়নে, স্বয়ম্বরার যোদ্ধা হবো
নিকষ কালো আঁধার ফেলে, ফুলের সুবাস, পাখীর গান, যেথা আছে নিয়ে যাবো!