মোঃ ইউসুফ খাঁন, রংপুর থেকে:
কুড়িগ্রমের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সের অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপ সহ চাকুরী বিধি লংঘন করে অশ্লীল টিকটক বানিয়ে যুব সমাজের অবক্ষয়ে জড়িত নার্স হালিমা খাতুনকে ৪৮ ঘন্টার মধ্যে অপসরণ সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজারহাট প্রেসক্লব চত্বরে সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশকারিগণ বলেন, নার্স হালিমা খাতুন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট করা সহ তার নানা অপকর্মের বিষয়ে স্বয়ং অন্যান্য নার্সগন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাতে লিখিত অভিযোগ করেছিলেন, তবে অজ্ঞাত কারণে তা তদন্ত করা হয়নি। তারা বলেন,নার্স হালিমা খাতুন সরকারি চাকুরী বিধি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি লংঘন করে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সহ বিভিন্ন স্থানে অশ্লীল টিকটক ভিডিও তৈরি ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন।
এছাড়া নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন তিনি । উপরন্তু এবিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ শুরু করলে উক্ত নার্স ক্ষিপ্ত হয়ে সমকাল্ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও ইত্তেফাক প্রতিনিধি আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের করায় এর প্রতিবাদ ও নিন্দা জানান তারা। একই সাথে নার্স হালিমা খাতুনকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সহকারি অধ্যাপক (অবঃ) জহুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুবেল মিয়া,ইত্তেফাক প্রতিনিধি আরিফুল ইসলাম,জামায়াতে ইসলামির নেতা ওসমান আলী বসুনীয়া, বাগছাস সংগঠক আরিফুল ইসলাম,রাশেদুল ইসলাম, এমরান হোসেন সহ অনেকে।