কলমেঃ সাহেলা সার্মিন
চিরচেনা সবুজের হাতছানি
আজন্ম আহত উৎফুল্ল করে আমায়,
দক্ষিণা বাতাসের সুর লহরি রিনিঝিনি বাজে
শীতল করে মনপ্রাণ আঁখি মুদে আসে মায়ায়।
সন্ধ্যায় হংস বলাকার চলার গতি
নীল আসমান সাজে গোধূলি রঙে,
নীল শাড়িতে স্বর্ণালী কারুকাজে
সুনয়না মুখখানি নিবিড় আবেগে সন্ধ্যা নামায়।
সেই এলোকেশী উচ্ছল চঞ্চল
এক্কা দোক্কা লাফিয়ে দাপিয়ে চলা
সহজ সরল সবুজ শ্যামল তনু
শারদীয় উৎসব মাখায় পাড়ায় পাড়ায়।
নারু মুরকি মুড়ি আচারের বৈয়াম হয় শূন্য
বন্ধু মহলে উদার মনের মানুষ,
বস্ত্রহীন আর অনাহারী চেনে তারে
কেউ অভাবে পড়লে মায়ের ভাতের হাড়ি
ভাড়ার ঘরে আনাগোনা বাড়ে।
পাহাড়ের চূড়া অতলান্ত মহাসাগর
নদীপাড়ের মাছরাঙা,শাল সেগুন শুটি
ভাট বিটুলি ধান কাউনের মাঝে মেঠো পথ
দুরন্ত উড়াউড়ির সেই শৈশব –
শহরের ইট পাথর আর উচ্চ শিক্ষা
পারেনি ভুলিয়ে দিতে।