নারী বানায় সুখ শান্তি,
নারী জ্বালায় আলো।
নারী তাড়ায় অশান্তি আর,
নারী তাড়ায় কালো।
নারী করে পরিস্কার পরিচ্ছন্নতা
নারী করে সাজগোছ।
নারী বানায় খাবার দাবার,
নিত্য নতুন রোজ রোজ।
নারী গোছায ঘরের কাজ,
নিজে করে সাজ সাজ।
নারী করে বিছানা পত্র,
কাপড় গুলো সব ভাজ।
নারী চাড়া খাবার খেলে,
লাগে না তেমন স্বাদ।
নারীর হাতের খাবার খাওয়ার
কাহার নাই বা সাধ।
নারী বানায় মুখের হাসি,
নারী বানায় সুখ।
নারী বানায় আনন্দ আর,
নারী বানায় দুখ।
নারী বানায় চা বিস্কুট,
নারী বানায় পান।
নারী ছাড়া এই সমাজের,
ধরে না কাহরো টান।