মোঃ হুমায়ূন কবির
শহর থেকে একটু দূর
গাঁয়ের নাম মোক্ষপুর,
পথের ধারে গাছের সারি
রোদ উকি দেয় মিষ্টি ভারি।
সবুজ কচি ধানের ক্ষেতে
দখিনা বাতাস উঠলো মেতে?
লাউ কুমড়ো পুঁইয়ের মাচায়
দোয়েল কোয়েল-ময়না শ্যামায়।
রোদ ঝিকিমিকি ভর দুপুর
মন পড়ে রয় মোক্ষপুর?
বানার নদীর খেয়া ঘাট
ঘাটের পাশেই খেলার মাঠ।
মাঠ পেরিয়ে সবুজ বন
এক পলকে জুরায় মন,
বক শালিক আর পাখির ঝাঁক
নদীর পরে নদীর বাঁক।
বাঁকের পারে কাশিগঞ্জ হাট
বড় হাটের বড় মাঠ,
নদীর বুকে অনেক চর
চরের পরে জেলের ঘর।
কোথাও কোথাও কাশের বন
হাওয়ায় হাওয়ায় দুলায় মন?
শহর থেকে মোক্ষপুর
যেতে চাও তো নয়তো দূর।
সাঝের আকাশ রঙ বাহারি
খেজুর রসের চড়াও হাড়ি,
সোনা রঙের ছোট্ট গাঁয়
সন্ধ্যা নামে হিমেল বাও।
মোক্ষপুরের শান্ত গ্রামে
জোনাক জ্বলা রাত্রি নামে?
জোছনা মাখা চাঁদের আলো
দূর করে দেয় সকল কালো।