খুলনা অফিস:
খুলনা শহরের ৩৬, আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত খুলনা আর্ট একাডেমি একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, যিনি শিল্পচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়ে কাজ করছেন।
পহেলা অক্টোবর সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিল্পী, শিক্ষক ও গবেষক ইমরান হাসান শিমুল খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতীকীভাবে জল নীতি হাতে তুলে নেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা মিলন বিশ্বাসের ছোট ভাই দীপংকর বৈরাগী, যিনি বর্তমানে ঢাকা নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক। দীপংকর বৈরাগী ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। পূজা উপলক্ষে ছুটিতে এসে তিনি ঢাকায় কর্মরত অতিথি ইমরান হাসান শিমুলকে নিয়ে খুলনা আর্ট একাডেমি ভ্রমণে আসেন।
ঐতিহ্য সংরক্ষণশালার সংগ্রহ দেখে অতিথি মুগ্ধ হন এবং প্রতিষ্ঠাতা মিলন বিশ্বাসের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন। এ প্রসঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন “অচলকে সচল রাখতে চাই। শৈশবের ইতিহাস, স্মৃতিবাহী রেডিও, ওয়াকম্যান কিংবা ফাউন্টেন পেন শিক্ষনীয় উপকরণ আমাদের অতীতের অংশ। আজ সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমি চাই এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকুক।”তিনি আরও জানান, আশি ও নব্বই দশকের প্রায় দুই শতাধিক বহু ব্যবহার্য জিনিসপত্র ইতোমধ্যে সংরক্ষণশালায় যুক্ত হয়েছে। এর মধ্যে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীরা ও তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছু ঐতিহ্যবাহী উপহার প্রদান করেছেন। পাশাপাশি অনেক শুভানুধ্যায়ীও এ উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
অতিথিদের সঙ্গে অনানুষ্ঠানিক আড্ডায় শিল্পচর্চার নানা দিক নিয়ে আলোচনা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আবারও আসার আমন্ত্রণ জানান।