নরসিংদী প্রতিনিধিঃ
হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক একটি মতবিনিময় সভা নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভাটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদের নরসিংদী জেলা সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় আমির ড. মাহাবুব আলম মহফুজ। সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মো: গোলজার হোসেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন
প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়
নরসিংদী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল A1-এর স্টাফ রিপোর্টার এস আলম
দৈনিক দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম
সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও তওহীদভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাঁরা সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে হেযবুত তওহীদের পক্ষ থেকে বিভিন্ন প্রচারপত্র বিতরণ করা হয়।