মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)–এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার কৃতি সন্তান ও লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সম্মানিত সদস্য নজরুল ইসলাম।
দেশের ওষুধ শিল্পে তাঁর দক্ষতা, অভিজ্ঞতা, পেশাগত সাফল্য ও নেতৃত্বের গুণাবলী বিবেচনায় ফারিয়া কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁর এ অর্জনে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম,যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্যাশিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয়ভাবে এটি লোহাগাড়াবাসীর জন্য একটি বড় সম্মান হিসেবে দেখা হচ্ছে।