মো: আসাদুজ্জামান আসাদ, ময়মনসিংহ থেকে:
গাজীপুরের ন্যাশনাল পার্কে অভিযান নিউজ টিভি অনলাইন এর প্রতিনিধি সম্মেলন এবং মিলনমেলা (০৩ অক্টোবর) শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের ৮ টি বিভাগ থেকেই নিয়জিত সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। একে একে সকল প্রতিনিধিগণ তাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন।
অভিযান নিউজ টিভি অনলাইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. কে. মিজান
চ্যানেল ও সমসাময়িক পারিপার্শ্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক দের কৃতজ্ঞতা এবং আন্তরিকতার সাথে ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান আমরা শীঘ্রই আইপি টিভির আনুষ্ঠানিক কার্যক্রমে রুপান্তরিত হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালার অধীনে নিয়ম মোতাবেক আইপি টিভির অনুমোদনের জন্য প্রচেষ্টা চলমান। অভিযান নিউজ টিভির যাত্রা আজ ৪ বছর ধরে চলমান রয়েছে। ২০২২ সালের শুরুতে এই চার বছর ধরে ৪ টি বাৎসরিক পিকনিক এবং মিলনমেলা সহ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই চার সম্মেলনে ব্যাপকভাবে সাড়া পেয়েছে অভিযান নিউজ টিভি অনলাইন চ্যানেলটি। শুরুটা হয়েছে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে আইপি টিভির কার্যক্রমে পরিচালিত হওয়ার জন্য পরিকল্পনা গৃহীত হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হবে আইপি টিভি অভিযান নিউজ টিভি এর।
সম্মেলনে অভিযান নিউজ টিভি অনলাইনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকতার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, আজকের ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
এ পরিস্থিতিতে সংবাদকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সংবাদে থাকতে হবে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা।পরিশেষে সকল আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুক্রবার বিকেল ৪ টায় প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি হয়।