লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
জাতিসংঘের সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে কলম্বিয়ার প্রেসিডেন্ট "পেট্রো" ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, নেতানিয়াহু কে গনহত্যার জন্য আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর করে গ্রেফতার করার কথা সুপারিশ করেছেন এবং ফিলিস্তিনের পিছনে থাকবেন বলেছেন! তার বক্তৃতা শেষে তাকে বুকে চেপে ধরেছেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান! "পেট্রো" দেশে ফিরে ফিলিস্তিনের জন্য ত্রান জাহাজ পাঠিয়েছেন, নিজ পার্লামেন্টে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল কে গনহত্যায় মদদ দিলে তাকে ও জেলে পুরে রাখা উচিত!
আমেরিকা "পেট্রোর" মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে! এই হলো বিশ্ব মানবতা মনুষ্যত্ব ধর্ম এবং এই আমেরিকা কে আমরা দেবতা বলি, বাংলাদেশের সাড়ে চার লাখ মসজিদে কোন দোয়া হয় না ফিলিস্তিন ভাইদের জন্য! আবার আমরা বিশাল মুসলমান আমাদের দেশে মসজিদ যা আছে মাদ্রাসা ও আছে প্রায় ৫০ হাজার (কওমি)! আমাদের দেশে বেহেশতে যাওয়ার সনদ দেয়া, কে নাস্তিক সে সনদ দেয়া, কে জাহান্নামে যাবে সে সনদ দেয়া হয়! আবার মৃত্যুর পরে ও হাতে কড়া থাকে একজন বিগত মন্ত্রীর যা কতোটা আল্লাহ কাছে পাপ তা সেই ওপরওয়ালা শুধু জানেন!
প্রতিটি ঘরে, সমাজে, রাষ্ট্রে স্বার্থের যুদ্ধ চলছে! চলছে শক্তির দম্ভ, অর্থের অহং, নিন্মবিত্তের প্রতি মধ্যবিত্তের ছড়ি ঘুরানো, মধ্যবিত্তের প্রতি উচ্চ বিত্তের অহংকারের তাপ প্রবাহ! কারো সারাজীবন পাশে থাকা জীবন বাজি রেখে, একটা মিথ্যা কান কথা শুনে বা ভুলে তিনি ভুলে যাবেন দীর্ঘদিন পাশে থাকার কথা, নিজের অপরাধ বা ধর্মীয় উম্মাহর কথা, এমন হচ্ছে প্রতি মানুষের স্বার্থপর মানসিকতায়!
প্রিয় পাঠক , আমার বিষয় সারা বিশ্বে কিভাবে অশান্তি এবং যুদ্ধ বেঁধে আছে সেখানে কারা মদদ দিচ্ছে!
ইউরোপের ৫০ টা দেশে চলছে হাহাকার শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য! এই যুদ্ধ বন্ধ হওয়া খুবই সহজ ছিলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের WAR ECONOMY টিকিয়ে রাখতে ন্যাটোর দেশগুলো অস্ত্র দিয়ে ইউক্রেন কে যুদ্ধে সেলাইনে ধরে রেখেছে! অথচ ইউরোপের দ্রব্য মূল্য ৭০০% বৃদ্ধি পেয়েছে, রাশিয়া যতটুকু তেল-গ্যাস দিচ্ছে তুরস্ক হয়ে তাতে সব কলকারখানা বন্ধ, লোক বেকার, বিমানবন্দরে হরতাল, আগত শীতে রুম গরম করতে গ্যাস না পেলে প্রচুর লোক মারা যাবে তবু দেবতার কথা শুনতে হয়!
আমেরিকা রাতে ঘুমায় না, রাশিয়া প্রায় ইউক্রেনের ২৫% জায়গা দখলে নিছে, শত-শত লোক মারা যাচ্ছে, রাশিয়া নিউক্লিয়ার ওয়ার হেড প্রস্তুত রেখেছে যেকোনো সময় ইউক্রেনে ফেলতে নির্দেশ দিয়ে রেখেছে, ইউরোপ মুখী পরমাণু মিশাইল তাক করেছে কয়েকদিন আগে! যুদ্ধের কৌশল বাড়িয়েছে! এদিকে পোল্যান্ড কে ইন্ধন দেয়া হচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে, গাঁজায় আগত ত্রান জাহাজ আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা, পিছনে আমেরিকা, সিরিয়া দখলে নিয়ে লেবানন কে ধরার ফন্দি আটছে!
বাংলাদেশের চিটাগং পোর্ট, মহেশখালী দ্বীপ সহ একটা বড় নেট ওয়ার্ক হাতে নিয়েছে। ভারত ভেঙে টুকরো করার পরিকল্পনা হয়ে আছে!
আফগানিস্তানের "বাগমার" বিমানবন্দর দখলে নিতে চায় আমেরিকা, সেখানে চীনের যুদ্ধ বিমান পাহারায়! ইরান কে আমেরিকা নিজে আক্রমণ করতে যুদ্ধ জাহাজ ও বিমান পারস্য উপসাগরের দিকে একত্রিত করে যাচ্ছে কিছুদিন ধরে! তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে আমেরিকা যেখানে চীন রাশিয়া সাহায্যের হাত বাড়িয়েছে!
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, সে WAR FIELD কি হবে কোন মুসলমান দেশ?
বেঁচে থাকতে অন্য দেশগুলো রাশিয়া চীন ভারত তুরস্ক ইরান উত্তর কোরিয়া মালয়েশিয়া একটা জোট করতেছে যা অনেকটা সেই আগের WARS জোটের মত NATO বিরোধী জোট! পাকিস্তান সেই জোটে থাকবে বলেছে এবং সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করেছে! এবিষয় লেখক হিসাবে আমার অংকে গড়মিল হচ্ছে, আমেরিকা কে বাংলাদেশে ডেকে আনা, ভারতের সাথে কয়দিন আগে যুদ্ধ করা, পাকিস্তান মার্কিন বিরোধী জোটে থাকবে তেমন ভরসা আমার মনে হয় না বরং শিবির ছাত্রলীগ সাজার কৌশলের মত মনে হয়! দরিদ্র সীমার এই দেশটার চলতে হচ্ছে বিভিন্ন দেশের সাহায্যের উপর এবং সৌদি পাকিস্তান চুক্তি মার্কিন পরামর্শে হয়েছে বলে অনেকে মনে করেন!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।