
মোঃ ইউসুফ খাঁন, রংপুর থেকে:
জনগণের জোরালো দাবির মুখের রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে পূর্ববহন করা হয়েছে।স্থানীয়দের কাছে এই সিদ্ধান্ত”সাধারণ মানুষের জয় হিসাবে উৎযাপিত হয়েছে” ওসি নাজমুল আলমের বদলির পর থেকেই রাজারহাটের বিভিন্ন স্তরের মানুষ তার ফিরে আসার দাবিতে সোচ্চার হয়। স্থানীয় বাসিন্দার সমাজসেবী সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ তার সততা” দক্ষতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ তার পূর্ণবহাল দাবি করেন।
তাদের এই জোরালো দাবিই প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং শেষ গণদাবির প্রতি শ্রদ্ধা রেখেই তাকে পুর্ণবায় রাজারহাট থানায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনায় আরোও প্রমাণ করে.জনমতেই হলো সবার চেয়ে বড় শক্তি”একজন সত্যিকারের জনসেবক কে মানুষ কখনো ভোলে না”দায়িত্ব ফিরে পেয়ে”ওসি নাজমুল আলম রাজারহাটবাসীকে আরো ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।