
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম চুনতির ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত চুনতি ডটকম ম্যারাথন ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডটকম-এর উদ্যোগে এটি হতে যাচ্ছে চতুর্থ আয়োজন।
১ অক্টোবর ২০২৫, বুধবার চট্টগ্রামের সিজেকেএস শপিং কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। আগামী ২৬শে ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামেই ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। তিনটি ক্যাটাগরি (হাফ ম্যারাথন, ১০ কিমি ও ৫ কিমি) থাকবে এবারের আয়োজনে। কেক কেটে এই মহতী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
চট্টলা রানার্সের এডমিন মুজিবুর রহমান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থপেডিক সার্জন ও চুনতি ডটকম ম্যারাথন ২০২৫ এর কনভেনার ডা: মাহমুদুর রহমান, কনফিডেন্স সল্ট লিঃ এর প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ, চুনতি ডট কমের এডমিন ছাইফুল হুদা ছিদ্দিকী, এডমিন কাজী আরিফুল ইসলাম, এডমিন কাজী শরিফুল ইসলাম, চট্টলা রানার্সের পক্ষে বিকাশ দাস,এমডি এনামুল হক, প্রদীপ দেব, কেএসএম গ্রুপের জিএম একাউন্টস এন্ড ফিন্যান্স নুরুল হুদা ছিদ্দিকী,মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, ফয়েজ উদ্দিন খান,জাবেদ আব্বাস সিদ্দিকী,মিজানুর রহমান সিদ্দিকী রাজিন, আবদুল আজিজ শোয়াইব প্রমুখ। অনুষ্ঠানে উই ব্রাদার্স চট্টগ্রাম এর প্রতিনিধিবৃন্দ, পোর্ট রানার্সের ফিটনেস ফর হেলথ এর প্রতিনিধিবৃন্দ, রোড় রানার্স এর প্রতিনিধিবৃন্দ, সাউন্ড হেলথ ক্লাবের প্রতিনিধিবৃন্দ, সিটিজি রানার্স ক্লাবের প্রতিনিধিবৃন্দ, শতায়ু অঙ্গনের প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম ইউনিভার্সিটি ২৫ তম ব্যাচের প্রতিনিধিবৃন্দ,সিইউ রানার্সের প্রতিনিধিবৃন্দ , চুনতির বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা চুনতি ডটকম ম্যারাথনের মতো আয়োজনকে মানুষকে স্বাস্থ্য সচেতন করা ও তরুণ প্রজন্মকে ক্রীড়ায় উৎসাহিত করার একটি অসাধারণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। কনভেনার ডা: মাহমুদুর রহমান ম্যারাথনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আয়োজন চুনতিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলবে। অতিথিরা ম্যারাথনটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার দৃঢ় প্রত্যাশাও ব্যক্ত করেন।