মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ'র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) লোহাগাড়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দাউদ হোসেন মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফাহাদ চৌধুরী ও রাকিবুল হাসান।
সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ বোরহানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম আফনান, মোঃ তারেক হোসেন, আব্দুল্লাহ সাদমান, শহিদুল ইসলাম, রাশেদ উদ্দিন, মোঃ সায়েম, আয়াত হোসাইন, তৌহিদ তালুকদার, তাহমিদ হাছান, আকরামুল হাসনাত, নিলয় হাছান, নুরুল কাদের, মুমিনুক হক সিফাত ও আজিজুল হক জয়নাল প্রমূখ।
সভাপতির বক্তব্যে মোঃ দাউদ হোসেন মানিক জানান, দীর্ঘ ১ বছর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত সফলভাবে এসেছি। এতে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি।