কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
প্রিয়া জাগো, জাগো আমার প্রাণ
জেগে দেখো চারি দিকে প্রেমময় সুঘ্রাণ!
কেন এখোনও ঘুমাও আর তো নিশি নাই
এসো সারারাতের সুখ সাগরে ভেলা আর-একবার ভাসাই!
জাগো প্রিয়া মোর, কেটে সারা রাতের ঘোর
বসন এলো থেলো, পরিপাটি করে ভাবো, রাতে এসেছিলো চোর!
স্নান করো, প্রাতরাশ সারো চলো বাগানে ঘুরতে যাই
জাগো প্রিয়া মোর, দেখো জেগে আর তো ক্ষপা নাই!
উদিত হয়েছে পুব আকাশে ভানুকর, কুজ্ঝটিকায় ঘেরা
আমি যদি চলে যাই একা, হবে না আর ঘরে ফেরা!