শাহনাজ পারভীন মুক্তি
ছেলেবেলার খেলাধুলা
হারিয়েছে বুঝি,
তবু আজো মনে মনে
আমি ঐসব খুঁজি।
কি মজা সেই লুকোচুরি
খেলা ডাংগুলি,
বউচি খেলা যেমন খুশি
তেমন সাজো ফুলি।
গাদি খেলা কুতকুত মার্বেল
তাও খেলছি মেলা,
খেলা ছাড়া দিন কাটেনি
যায়নি হেলা ফেলা।
এমনি করে খেলতে গিয়ে
কতোই মজা হতো,
কাজ আমাদের খেলা ছিলো
খেলায় পাগল যতো।
মা'রা বলতো পাগল গুলো
কোথায় গেলো সবে,
সারা দিনই খেলা ওদের
শেষ হবে আর কবে?
এখন ঐ সব খেলাগুলো
হারিয়ে গেলো কোথায়?
সাঁতার কাটা আর মাছ ধরাও
নেই যেনো কারো মাথায়!