
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
লালমনিরহাট জেলা হামার,
হাতীবান্ধা উপজেলা।
ফকির পাড়া ইউনিয়ন আর
রমনীগঞ্জ তার গ্রাম।
মানুষ গুলো সাদা সিধা,
সহজ সরল স্বভাব।
কর্ম করে আয় রোজগার,
যায় কেটে অভাব।
ঝগড়া বিবাদ নাই তো কারোর,
নাই তাদের ফ্যাসাদ।
মিলে মিশে থাকে তারা,
ভালোবাসা অগাধ।
হিংসা বিদ্বেষ লোভ লালসা,
নাই তো কোনো কিছু।
বিবেকবান মানুষ হয় যারা,
ধার ধারে না কভু পিছু।
লালমনিরহাট জেলার হাতীবান্ধায়,
আছে তিস্তা ব্যারেজ।
কাজের ফাঁকে ্এসো বন্ধু,
প্রকৃতি অপরুপ সাজে।
পাটগ্রামে আছে আবার সেই,
তিন বিঘা করিডোর।
অবাক হইবেন শুনলে কথা,
বুড়িমারী স্থল বন্দর।
লালমনিরহাট হামার জেলা,
প্রকৃতি তার অপরুপ।
রুপ লাবণ্য সৌন্দর্য ভরা,
সম্পদে তার ভরপুর।
সময় হইলে আইসেন বন্ধু,
হামার লালমনিরহাট জেলা।
তিস্তা হইতে বুড়িমারী এর,
প্রকৃতির কি লীলাখেলা।