মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর, শনিবার সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদ”-এর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি ছিলেন বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব নাছির উদ্দীন মিজান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি হামিদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া সভাপতি মোজাহিদ হোসাইন সাগর ও মানবাধিকার কর্মী নুরুছাফা প্রমুখ।