মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টলার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্দ্যেগে ৩৩টি অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে টেউটিন,সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৪ অক্টোবর, শনিবার, বিকাল ৩ টায় লোহাগাড়া শাহপীর মাঠে এই সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।
ধারা ভাষ্যকার ও সংগঠক মোহাম্মদ সেলিম উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী।
লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্যেক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরী'র সার্বিক তত্ত্বাবধানে এবং ৯টি ইউনিয়নের প্রবাসী সদস্যদের সহযোগিতায় ৩৩ টি অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের পক্ষ থেকে প্রায় ২ কোটি টাকা সাহায্য-সহযোগিতা ও অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌছিক রেজা চৌধুরী, সৌদি আরব মদিনা প্রবাসী কর্যকরী পরিষদের সভাপতি মুহাম্মদ মামুন, ডুবাই শাখার সভাপতি মুহাম্মদ এরশাদ হোসাইন, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, কাতার শাখার সভাপতি ফৌজুল আজিম চৌধুরী বাহাদুর, কাতার শাখার সমাজ কল্যাণ সম্পাদক ছহিনুর বিন কাদের, সংগঠক চিশতী সহ বিভিন্ন দেশের দায়িত্বশীল ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।