মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোহাগাড়া সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে লোহাগাড়া নবীন -প্রবীণ শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে শিল্পী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর, শনিবার, সকাল ১০ টায় মোস্তফা সিটি'র ৫ম তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগড়া উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারি মোহাম্মদ কুতুব উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র দারসুল কোরআন দেন লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আবু তাহের।
লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা মাষ্টার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ ও উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন, মাওলানা রফিক দিদার, ইন্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, আল আমিন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক হাফেজ বশির আল আযামী ও শিল্পী হাবিব হোসাইন খান নান্টু প্রমুখ।
লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের পূণার্ঙ্গ কমিটির নাম ঘোষণা করেন মাওলানা মহি উদ্দিন। লোহাগাড়া সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটির সদস্যরা হলেন-পরিচালক এম মুনির আহমেদ, নিবার্হী পরিচালক শিল্পী জামাল উদ্দিন, সভাপতি নাছির উদ্দীন মাহমুদ, সহ সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, সহ সভাপতি নাজমুস সাকিব, নাঠ্য সম্পাদক খলিল উল্লাহ সোহাগ, নেজাম উদ্দিন, সংগীত পরিচালক সৃজন সাকিব, উপস্থাপক আজাদ শেখ, আইটি সম্পাদক শিল্পী মুনির উদ্দিন বাবু সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ফোরামের উপদেষ্টা কমিটিতে যাঁরা রয়েছেন- সভাপতি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, শিক্ষাবিদ মাষ্টার আব্দুস সালাম,অধ্যাপক আবু তাহের, সাহাব উদ্দিন ও শহিদুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে সাতকানিয়া - লোহাগাড়ার বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিচালক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ মন মাতানো সংগীত পরিবেশন করেন। তৎমধ্যে উল্লেখ যোগ্য অঙ্গিকার শিল্পী গোষ্ঠী, আলোড়ন শিল্পী গোষ্ঠী, মেহেরবান শিল্পী গোষ্ঠী, দিগন্ত শিল্পী গোষ্ঠী, সুরের মোহনা শিল্পী গোষ্ঠী, প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী সহ সাবেক শিল্পী বৃন্দ।