
সাবিত রিজওয়ান
একটা সময় যেটা পায়রাভরত একাডেমি ছিল, সেটা এখন সময়ের ভাবনা এবং আলো মিডিয়া গ্রুপে অন্তর্ভুক্ত। তুফান ইনিস্টিউট আপাতত লাইব্রেরি হিসেবে কাজ করছে, পরিকল্পনা করছি এবং করব এটাকে অন্য রূপে দাঁড় করানোর। দৈনিক গুণশিখা ব্লগপোট, এটি পত্রিকা নয়, ফেসবুকে যেমন পেজ খোঁলা যায়; ব্লগপোট গুগলেরই একটি অঙ্গ আর এই অঙ্গে আমি পেজের মতো একটা প্লাটফর্ম তৈরি করছি মাত্র। ‘এখন প্রশ্ন করবেন একটা লোকের এত প্রতিষ্ঠান বা প্লাটফর্ম কেন?’ আমি ভুল করেছি এত প্লাটফর্ম তৈরি করে, প্লাটফর্মগুলোর সাথে সাহিত্যের সম্পর্ক রয়েছে। অনেক সাহিত্য প্লাটফর্মই আমার অজানা, তবে যতটুকু চিনি, জানি তারই কথা বলি। কোনো সাহিত্য প্লাটফর্ম থেকে আমায় সন্মান, স্নেহ, সহযোগিতা করেনি; অর্থের বিনিময়ে কোনো কোনো প্লাটফর্ম থেকে এসব পাওয়া যায়। বিভিন্ন ছলে কয়েকটি সাহিত্য প্লাটফর্ম আমায় অপমান করেছে, করার চিন্তাও করছে। একটা কবিতা লিখবেন, লেখাটি প্রকাশনা থেকে ম্যাগাজিন, বই ছাপাতে আপনাকেই ব্যয় করতে হবে অর্থাৎ আপনার লেখার সংখ্যা অনুযায়ী আপনাকেই ম্যাগাজিন, বই কিনতে হবে। প্রকাশনা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটি সাহিত্য বিকাশেের মাধ্যম কি-না আপনারাই ভাল জানেন। কেউ কেউ ওয়েবসাইট খুঁলে ব্যবসা চালু করছে, ওয়েবসাইটে লেখা প্রকাশ করার বিনিময়ে লেখক তাঁকে টাকা দিবে। কোনো কোনো সাহিত্য প্লাটফর্ম বা পত্রিকা নিয়ম তৈরি করছে, আপনি আমাদের সদস্য হবেন, আমরা আপনার লেখা প্রকাশ করে দিব বা অন্য পত্রিকাগুলোতে প্রকাশ করে দেওয়ার ব্যবস্থা করে দিব; সদস্যও হতে হয় টাকার বিনিময়ে। আমি অভিমান বসত এত প্রতিষ্ঠান বা প্লাটফর্ম তৈরি করেছি। আমি সবগুলোকে একটা গ্রুপে রাখতে চাই।