কলমেঃ আনোয়ারা খানম
ভালো নেই লতাগুল্ম, বৃক্ষরাজী
ফুল পাখি সবাই,
আমিও ভালো নেই তাই!
ভালো নেই গৃহ কোণ,বন্ধু স্বজন
কাছের ও, দূরের সবাই,
আমিও ভালো নেই তাই!!
ভালো নেই চন্দ্র সূর্য, পাহাড় নদী
সাগর সমতট সবাই,
আমিও ভালো নেই তাই!!
ভালো নেই আকাশ বাতাস,দক্ষিনা সমীরণ,
বটবৃক্ষ, জীর্ণ কুটিরে বিবি সমীরন
আমিও ভালো নেই তাই!!!!
ভালো নেই প্রকৃতি,পরিবেশ,মানবতা,বিশ্ববাসী
পরিজন,বোন ভাই
আমিও ভালো নেই তাই!!!!!
ভালো নেই প্রিয় স্বদেশ স্ব-গৌরবে
উড়তে পারছে না
প্রিয় পতাকাখানি তার
ভালো থাকা তাইতো হ'ল না আমার!!!!!!!!!!!!