কলমেঃ এস এ সাদিকা
শিক্ষক মানে আলোর পথিক,
অন্ধকারের মশাল,
তাদের ত্যাগে আলোয় ভরা,
আমরা হয় দিশারাল।
তারাই শেখান সত্য পথে,
নম্র হয়ে জিততে,
তাদের বুকে স্নেহের নদী,
জ্ঞানের পথে চলতে।
তাঁরা গড়েন ভবিষ্যত আশা,
স্বপ্নের মাঝে উড়তে,
ভালোবাসার বীজ বুনে যান,
ভালো মানুষ গড়তে।
তারা শেখান জীবনের পথ
ভুলকে সঠিক করতে
প্রতিটি দিন আলোয় ভরে
তাদের দেয়া শিক্ষাতে
শ্রদ্ধা জানাই সেই শিক্ষক দের,
যাঁরা আলো বিলায়,
বিশ্ব শিক্ষক দিবসে আজ,
তাঁদের সালাম জানাই।