এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি
নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—নিয়ামতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক ফয়সাল আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা খাতুন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।