আনোয়ারা খানম
উৎসর্গঃ কাজী হুমাইশা আশ্রাফ
জন্মঃ ৩১ অক্টোবর, ২০২১,।
মুক্তি যুদ্ধের গল্প দাদু
বোলবে মোদের কবে?
আয়ান,জায়ান, হুমাইশা
আসবে হেথা যবে।
শুক্রবারে গোল হয়ে পাটিতে বসলে সবে,
বঙ্গবন্ধুর ছড়া দাদু শুনাতে মোদের হবে।
মুক্তি কী, যুদ্ধ কী, কিছুইতো বুঝিনা?
মুজিব কেনো বঙ্গবন্ধু তাওতো জানিনা!
তোয়া, জোয়া, আলিফ, মীম, শিমূল, বিভা সবে
পাড়ার সকল শিশু-কিশোর জোট বাঁধল যবে
দাদু বসে উঠোন পরে বোললো ছড়া তবে----
নানা -নানু, দাদা দাদু শোন দিয়ে মন-
ছোট্ট সোনা "খোকা "নামে ছিলেন যে একজন,
শিশু কাল থেকে সবার দুঃখে কাঁদত যাঁর মন
গরীব দুঃখী পাড়া প্রতিবেশি সবাই তাঁর আপন।
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম তাঁর হয়
দিনে দিনে সারা দেশে নাম তাঁর ছড়ায়,
মায়ের মত নিজ দেশকে তিনি ভালোবাসতেন
দেশের মানুষের সুখে তিনি প্রান খুলে হাসতেন।
মানুষ তাঁরে ভালোবেসে বুকে তুলে নেয়
বাংলার মানুষের দুঃখেও কাঁদে তাঁর হৃদয়।
দিনে দিনে ছোট্ট খোকা শেখ মুজিব হয়
ভালোবেসে দেশবাসি, তাঁকে বঙ্গবন্ধু কয়।
ছোট্ট চড়ুই খাঁচায় যদি আটকে তোমরা রাখো
বন্দি জীবন কষ্টে ভরা কেমন লাগে বলো?
কোন ভাবে খাঁচাটা সে ভাঙ্গতে যদি পারে
এক পলকে মুক্ত হয়ে উড়াল দেয় আকাশে।
আমরা ছিলাম পরাধীন পশ্চিম পাকিস্তানের কাছে
তাদের অত্যচার নিপীড়নে আমাদের পরান নাহি বাঁচে,
যুদ্ধ করে ভাইয়েরা মেদের দেশকে স্বাধীন করে,
সেই যুদ্ধ মুক্তি যুদ্ধ, পৃথিবীর লোকে জানে
বঙ্গবন্ধু নেতা তার , সবাই এক বাক্যে মানে।
খোকা - মুজিব - বঙ্গবন্ধু একজনই দাদু ভাই
জাতিরজনক বোলে তাঁকে পৃথিবীবাসি চেনে সবাই।।