মোঃ ইউসুফ খাঁন, রংপুর:
শিক্ষকতায় নৈতিকতা, প্রযুক্তির সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য রেলি, গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজারহাট বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা একাডেমিক কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রধান শিক্ষক মকবুল হোসেন, গোলজার হোসেন, একেএম আক্তারুজ্জামান ও ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে শিক্ষকদের নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞান অপরিহার্য। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. তাহাজ্জত হোসেন।