
হে আমার প্রাণপ্রিয় শিক্ষিকা
সশ্রদ্ধ সালাম আপনাকে
আপনি আমার শিক্ষা গুরু
আপনার মাঝে রয়েছে শত শিক্ষা
আপনার কাছেই আমার আরবি বুঝা শুরু।
হে আমার শিক্ষাগুরু
আপনি নন শুধু আমার শিক্ষিকা
আপনি শত শত দিনি বোনের জন্য
পাথরের মতো শক্ত পড়া গুলো
শিখিয়েছেন একটা মোমের মতো।
যেজন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি
আশুগৃহে তার দেখিবে না আর
নিশীথ প্রদীপ ভাতি
হে প্রাণ প্রিয় শিক্ষিকা,
আপনি যেন আমার কাছে এই ছন্দের মতো
হে ইলমের সেবিকা,
আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই কৃতার্থ,
আপনার নির্দেশিত পথে আমাদের অগ্রযাত্রা।
আমরা সত্যিই ভাগ্যবান যে, আপনার পদপ্রান্তে বসে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি।
আপনার জ্ঞানের আলোয় আমরা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবো বলে আমার এই যাত্রা।
হে আলোর দিশারী,
শিক্ষাই আলো।
যার মাঝে এই আলো প্রতিফলিত হয়
সেই ব্যক্তিই মহৎ,
আপনি সে আলোরই
একজন ঝান্ডাবাহক।
আপনার জ্ঞানের উজ্জ্বল শিখায়
আলোকিত হচ্ছে শত বোনের ইলমে দিন,
আপনার আলোর দীর্ঘ যাত্রায়
আমাদের কে আপনার সাথী করে নিন।
ইতি
আপনার প্রিয় ছাত্রী
মোছা নাজমুন নাহার