নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুলাল মিয়া নামের এক কৃষক। আহত হয়েছেন নাহিম নামের এক কিশোর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা খোকা আলম মেম্বার ও প্রতিপক্ষ রুবেল মিয়ার মধ্যে পনেরশত টাকা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলে দুলাল মিয়া নিহত হন।
এ বিষয়ে চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান সিকদার বলেন
“তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করি এবং পুলিশকে অবগত করি। গত ১৪ বছরে আমার ইউনিয়নে এমন নেক্কারজনক ঘটনা ঘটেনি।”
অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান,“এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি।”
এ ঘটনায় নিহতের ভাই বিলাল মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ওসি আদিল মাহমুদ জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে, আসামিরা জামিনে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর।