
কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
কাশফুলের রোদে ঝিলমিল ভোর,
তোমার হাসি যেন শরতের ঘোর।
দূরে থেকেও মন ছুঁয়ে যাও তুমি,
আজও তোমার অপেক্ষায় এই হৃদয় ভূমি।
নীল আকাশে ভাসে মেঘের সারি,
তোমার চোখে দেখি স্বপ্নের বাড়ি।
বাতাসে মিশে তোমার সুবাস,
তোমায় ভেবে হয়ে যাই উদাস।
পাখির গানে ভোরে জাগে প্রাণ,
তব নাম ধ্বনি জাগায় সম্মান।
চাঁদের আলোয় দেখি তোমার মুখ,
ভালোবাসা আমার তোমায় নিয়ে সুখ।
দূরত্ব যতই হোক পাহাড় সমান,
ভালোবাসা তবু থাকে বহমান।
তুমি না এলে জীবন থেমে যায়,
তোমার স্মৃতিতেই শান্তি খুঁজে পায়।