শরৎ এর এই শুভ্র মেঘের মাঝে
আমিও একদিন ঢেকে যাবো
সেই সাদার শুভ্রতায়,
যেখানে আর থাকবেনা কোনো শব্দ
থাকবে না হাসি, থাকবেনা কোনো কোলাহল,
শুধু থাকবে নীরব বুক ভরা কান্না।
চোখে থাকবে অশ্রু, ঠোঁটে থাকবে দোয়া
হাতে থাকবে তজবির মালা
কারো হৃদয়ে থাকবে গোপন কিছু কথা।
কত আত্মীয় স্বজনরা আসবে
আসবে প্রিয়জন,
কেউ একজন পাশে দাঁড়িয়ে মনে মনে বলবে,
কি গো আমায় ফেলে চলে গেলে
ফিরবে না আর কোনো দিন??
তখন আমি থাকবো নিঃশব্দে
মাটির বুকে চাপা হৃদস্পন্দন নিয়ে,
পুড়া দেহ থাকবে সাদা কাফনে
আত্মা চলে যাবে পরমের কাছে
যেখানে আর কেউ সঙ্গে যাবে না।
যেমন করে গোধুলির আলো নিভে যায়
তেমন করে আমিও নিভে যাবো
চিরবিদায়ে আত্মীয় স্বজনরা
প্রিয়জন দাঁড়িয়ে থাকবে চারপাশে,
আর তখনই আমি হবো সবার কাছে স্মৃতি!
তোমাদের চোখের কোণে বয়ে যাওয়া অশ্রুর মতন
ফিরে আর আসা হবে না কোনদিন।